পরিবেশদূষণ ঠেকাতে ধাপায় এক কোটি গাছ পুঁতে দেওয়ার লক্ষ্য

অনেকেই বোকা ভেবেছিল যখন কাজ শুরু করেছিলেন সঞ্জয় জয়সিং। মিথরি মিট্টির কাজ। কাজ মানে গাছ। গাছে গাছে সবুজ করে তোলা চারপাশটাকে। সিন্ধি সম্প্রদায়ের সঞ্জয় ও তাঁর সহযোদ্ধাদের সংকল্প এক কোটি গাছ লাগাবেন এই বাংলায়। আর তাই দূষণের মহাফেজখানা ধাপায় ১০০০ টি নারকেল গাছের চারা রোপণ করছেন ওঁরা।