এখনকার জীবনযাত্রায় ফাস্ট লাইফ স্টাইলের কারণে রান্নাঘরে প্রবেশ করেছে একাধিক গ্যাজেট। আধুনিক হেঁশেলে ফ্রিজ মাইক্রোওয়েভ, ওটিজি, ওভেন সবই গুরুত্বপূর্ণ। মডিউলার কিচেন প্রজন্ম এক সঙ্গেই এই সব কিচেন গ্যাজেট রাখে। তাতে কী সমস্যা? ক্ষতি হয় নাকি কিছু এইসব যন্ত্রে? বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজ ও ওভেনের মধ্যে কিছুটা ফারাক রাখুন।