'অঘটন ঘটলে দলের উপর দায় বর্তাবে', কোন দলের উদ্দেশে বার্তা হাইকোর্টের?
শর্তসাপেক্ষে তৃণমূলের 'সংহতি যাত্রা'র অনুমতি হাইকোর্টের। মিছিলের অনুমতি বাতিল শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ। 'আর এই মিছিলে কোনও ধর্মকে উল্লেখ বা আঘাত করে কিছু বলা যাবে না',বার্তা আদালতের।