পাত ভরবে ইলিশে!

বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে ফের ইলিশের দেখা মিলছে দিঘায়। মঙ্গলবার প্রায় ৪ টনের কাছাকাছি ইলিশ উঠেছে দিঘা মোহনার আন্তর্জাতিক মৎস্য নিলাম কেন্দ্রে। পড়শি ওড়িশা রাজ্যেরও কিছু মাছ রয়েছে তাতে। স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী সংস্থার তরফে জানানো হয়েছে এ খবর।