রাজের কথায়, 'পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এ বার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিৎ।'

গত পাঁচ ধরে কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন রাজ চক্রবর্তী। তবে আর সেই দায়িত্ব নিতে চান না তিনি। চান চেয়ারম্যানের পদে অন্য কেউ আসুন। তাঁর সেই অনুরোধ মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় পদ, কেন হঠাৎ তা ছাড়ার সিদ্ধান্ত রাজের?