বৃষ্টি কবে? বর্ষাই বা আসছে কবে?

বৃষ্টি নেই। টানা অনেক দিন। গরম বাড়ছে। টানা অনেক দিন। গরমে অতিষ্ঠ মানুষের একটাই জিজ্ঞাস্য। বৃষ্টি হবে কবে?জিকে দাস, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানালেন , মেঘ তৈরি হতে পারছে না। তাই ঝড় বৃষ্টি হচ্ছে না। আগামী ১০ তারিখ পর্যন্ত কোনও সম্ভবনা নেই।