১৪ ই জুন ২০২০ খবর মেলে আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। মেনে নিতে পারছিলেন না কেউ সুশান্ত আর নেই। স্মৃতি ইরানি জানেন তিনি নিজে সুশান্ত সিং কে বলেছিলেন তুমি যেন নিজেকে আবার শেষ করে ফেলো না। সুশান্তর কথায় ,তাঁর আচরণে, এমনটাই মনে হয়েছিল তাঁর।