ছোটরা বায়না করলেও দেবেন না

অনেক বাবা মায়ের ধারনা সন্তানকে বেশি খাওয়ালেই তারা ভাল থাকবে! এ কথা ঠিক নয়। সাম্প্রতিক সময়ে ছোটদের মধ্যে বাড়ছে ওবেসিটি। স্থূলতা থেকেই ছোটদের মধ্যে বাড়ছে। হাই প্রেশার, কোলেস্টেরল ও ডায়াবেটিসের সম্ভাবনা।