রেখা আর অমিতাভকে নিয়ে গুঞ্জন দীর্ঘকালের। রেখাকে অনেকে বহুবার এই প্রশ্ন করেছেন। কখনও এই প্রসঙ্গ এড়িয়ে যাননি বলিউডের চিরসবুজ নায়িকা। রেখার সঙ্গে নাম জড়ানোয় অনেকে মনে করেন জয়া অমিতাভের সংসারটাই হবে না।