বিনোদন জগতে ফের দুঃসংবাদ। আত্মঘাতী হলেন কন্নড় টেলি দুনিয়ার অভিনেতা সম্পথ জে রাম। তাঁর বয়স হয়েছিল ৩৫। ‘অগ্নিসাক্ষী’ সিরিয়ালে অভিনয় করে প্রচারের আলোয় আসেন সম্পথ। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রী বালাজি ফোটো স্টুডিয়ো’। পরিবারের দাবি, অবসাদে ভুগছিলেন তিনি।