লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ক্যাটরিনার এ কেমন চেহারা!

ক্যাটরিনা কাইফ সত্যি মা হতে চলেছেন? বেশ কিছুদিন ধরে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সামনে এল এ কী ছবি? লন্ডনে ভিকি কৌশলের হাত ধরে হাঁটছেন তিনি। লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ক্যাটরিনার এ কেমন চেহারা! পেটের অংশ বেশ ফোলা, লংকোর্টে ঢাকা। যা দেখে অনেকেই সিলমোহর দিচ্ছেন তাঁর মা হওয়ার খবরে।