অশ্বগন্ধার হর্স পাওয়ার!

গত ২০-৩০ বছরে পুরুষদের বন্ধ্যাত্ব বেড়েছে। মেল ফার্টিলিটি হুহু করে বারাতে পারে একটি ভেষজ, অশ্বগন্ধা। আয়ুর্বেদিক এই মহৌষধিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েডস। বিশেষজ্ঞরা বলেন এর নিয়মিত সেবন মেল ফার্টিলিটি বাড়ায় দূরে থাকে একাধিক রোগ।