কোন ছবি সামনে আসতেই চর্চা তুঙ্গে?

হৃত্বিক রোশনের জীবনে আবার ফিরলেন সুজান খান? কোন ছবি সামনে আসতেই চর্চা তুঙ্গে! জুটির ছেলে স্নাতক হল। আর সেই সেলিব্রেশনে সামিল হলেন তাঁরা। না, কারও জীবনে কেউ ফিরলেন না, কেবল সন্তানদের মুখ চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।