১০ মিনিটেই মিষ্টিমুখ। মাত্র ১০ মিনিট সময় লাগে সুজির মিষ্টি তৈরি করতে। গোলাপজাম তৈরি করতে প্রথমে বানান রস। একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফোটান। জল ফুটতে শুরু করলে দিন ২টি চেরা ছোট এলাচ। দিতে পারেন ১ চিমটি কেশর। রস পরীক্ষা করুন।