গোপনে প্রেম করছেন শহিদ কাপুর

শাহিদ কাপুর বলিউডের হটকেক। পর্দায়, সিনেপাড়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা সোশ্যাল মিডিয়া পোস্ট। সুপুরুষ এই স্টারকে তাই গোপনে মন দিয়েছেন অনেকেই। তা বলে গোপনে প্রেম!