বাস্তুমতে,কিছু জিনিস বাড়িতে খালি রাখা ভাল নয়। এগুলো খালি রাখা অশুভ। চাল ও ডালের পাত্র কখনও খালি রাখবেন না। চাল ও ডালের পাত্র খালি রাখলে বাড়িতে অশুভ শক্তি বাড়ে। পাত্র খালি হওয়ার আগে সব সময় কিছু চাল ও ডাল ভরে রাখুন। বাস্তু মতে, খালি বালতি বাথরুমে রাখা উচিত না। বালতি খালি রাখলে নেগেটিভ এনার্জি জড়ো হয় বাড়িতে।