বিশ্ব পরিবেশ দিবসে ট্রেন চালক গার্ড ও যাত্রীদের হাতে বৃক্ষ তুলে দিল বৈঁচীগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উষ্ণায়ন এমন জায়গায় পৌঁছেছে,যে দার্জিলিং এর মত পাহাড়ের হোটেলে পাখা লাগাতে হচ্ছে। গাছ কমছে তাই বৃক্ষরোপন জরুরি।