জন্ম পঞ্জাবের অমৃতসরে। তবু কেন কানাডার নাগরিক ছিলেন অক্ষয় কুমার জানেন? একের পর এক ছবি ফ্লপ। ১টা ২টো নয় টানা ১৪টা ফিল্ম ফ্লপ হয় অক্ষয় কুমারের। চলছিল না কোনও ছবিই। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে কানাডার নাগরিকত্ব নেবার সিদ্ধান্ত নেন অক্ষয় কুমার।