এ কী করলেন প্রেমিক হৃত্বিক রোশন? সবে মাত্র খাবারে কামড় বসাতে যাচ্ছেন বান্ধবী সাবা আজাদ, আর সেই সময়ই ছবি তুলে বসেন হৃত্বিক। ছবি শেয়ার করে তিনি লিখলেন, , “আমার খাওয়ার সময় ছবি তুলতে ভালবাসেন হৃত্বিক। আসলে মহিলাদের খাওয়ার ছবি তো পাওয়া যায় না খুব একটা। সেই কারণে…”