আরবিআইয়ের রেপো রেট কমানোর পর প্রতিটা ব্যাঙ্কের লোনের উপর ফ্লোটিং সুদের হারও ০.২৫ শতাংশ করে কমে যাওয়া উচিৎ। কিন্তু অনেক ক্ষেত্রে এমন খবর মিলেছে যে ব্যাঙ্কগুলো লোনের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্টের পরিবর্তে ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে।