রুটি কেন গোল হয়? রুটি কেন গোলই হয়? প্রশ্নটা সহজ। উত্তর কি জানা? অনেক রন্ধন বিশেষজ্ঞ বলেন প্রাচীনকালে রুটির সঙ্গে সৈন্যদের তরকারি দেওয়া হত। সেই সময়ে তরকারি সহ রুটি হাতে নিয়ে খেতে সুবিধে হত। রুটি বাটি হিসাবে ব্যবহৃত হত তখন।