আরবের দুবাই যেন স্বপ্নের শহর ! এই শহরের যানজট বিহীন রাস্তাঘাট আর ট্র্যাফিক সিস্টেমের সুনাম বিশ্বজোড়া। দুর্ঘটনার মোকাবিলা করতে এখানে সরলীকৃত হয়েছে ট্র্যাফিক সিস্টেম। মাত্র একটি মিসড কলে অভিযোগ জানানো যায়। এবার দুবাই নাও নামক একটি অ্যাপে সব সমস্যার সমাধান হাতের মুঠোয়।