জীবনের উত্থান পতনের সাক্ষী হৃত্বিক রোশন। ছোট থেকে হৃত্বিক শুনেছিলেন সাফল্য সুখ আনে। সুখের খোঁজের তীব্রতা তাঁকে তাড়িয়ে বেড়াত। তাঁর প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়' সুপারহিট হয়। জীবন বদলায় না হৃত্বিকের।