ইদানীং সমাজমাধ্যমের পাতায় চোখ পড়লেই দেখা যায় সিরিয়াল পাড়ার নতুন অভিনেতারাও একটি কাজ করেই অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন

ইদানীং সমাজমাধ্যমের পাতায় চোখ পড়লেই দেখা যায় সিরিয়াল পাড়ার নতুন অভিনেতারাও একটি কাজ করেই অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন। নিজের পছন্দের বাড়ি, গাড়ি সবটাই যেন তাঁদের হাতের নাগালে। কিন্তু এই যুগেও কোনও বিলাসিতা পছন্দ নয় অভিনেত্রী ঋ সেনের। অভিনেত্রী বলেন,"আমি ইচ্ছা করেই গাড়ি কিনিনি। জীবনে আমি ধার নিয়ে চলতে চাই না। সবাই যে এই ধার করে বাড়ি গাড়ি কেনে তাদের তো সেই কাজ থাকুক না থাকুন ইএমআই দিয়ে যেতে হবে। সেই ভার নিতে আমি রাজি নই।"