ছোটবেলায় বৃষ্টি এলে দৌড়ে বেরিয়ে ভেজা মনে আছে। আকাশের দিকে মুখ হাঁ করে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা জল কে না খেয়েছে? কিন্তু জানলে অবাক হবেন মেঘ থেকে ঝরে পড়া সেই বৃষ্টি দানায়, সেই জলের কত গুণ!