...অপূর্ণ কাজ সম্পন্ন করতেই বিহারের গিয়েছিলেন সঞ্জুবাবা

অভিনেতা সঞ্জয় দত্ত পাড়ি দিয়েছেন বিহারের গয়ায়। সেখানে তাঁকে দেখা যায় এক মন্দিরে গিয়ে পুজো দিতে। কিন্তু কেন হঠাৎ গয়ায় গেলেন সঞ্জয়? বাবা-মায়ের পিণ্ড দান করলেন তিনি। সঞ্জয়ের মা অভিনেত্রী নার্গিস মারা যান ক্যানসারে। ২০০৫ সালে মৃত্যু হয় তাঁর বাবা সুনীলের। বাবা-মায়ের মৃত্যুর পর কোনও দিনও গয়ায় গিয়ে পিণ্ড দান করেননি সঞ্জয়। সেই অপূর্ণ কাজ সম্পন্ন করতেই বিহারের গিয়েছিলেন সঞ্জুবাবা।