কখনও কি শুনেছেন মানুষের ভয়ে হাঙর পালিয়ে গিয়েছে? হয়তো ভাবছেন, এ আবার হয় না কি? একটি ভিডিওতে দেখা যায়, একজনের স্বামীর ভয়ে হাঙর পালিয়ে গিয়েছে। সেই ব্যক্তি হলেন একজন বিখ্যাত কুস্তিগীর। হাঙরটি সেই বিখ্যাত কুস্তিগীরের ভয়ে পালিয়ে যায়। সেই বিখ্যাত কুস্তিগীরের নাম মার্ক উইলিয়াম ক্যালাওয়ে।