২ দিনেই ২৮০ কোটি পার করল আদিপুরুষ...

মাত্র ২ দিনেই ২৮০ কোটি টাকার গণ্ডি পার করল আদিপুরুষ। বিশ্বজুড়ে এই বক্স অফিস কালেকশনের রেকর্ড ভাঙল পাঠান ছবির। শাহরুখের ছবি প্রথম দুইদিনে ২১৯ কোটি টাকা ঘরে তুলেছিল । তা ছাপিয়ে এবার এগিয়ে গেল আদিপুরুষ।