হ্যাকড নাকি ভক্তদের সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন অভিনেত্রী, উঠছে সেই প্রশ্নই

এক বছরের বিবাহবার্ষিকীতে বর অনুরণ চৌধুরীকে নিয়ে প্রেমের পোস্ট করেছিলেন প্রাক্তন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কিন্তু বেলা গড়াতেই সেই পোস্ট গায়েব! রুশার প্রোফাইলও আর নেই। হ্যাকড নাকি ভক্তদের সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন অভিনেত্রী, উঠছে সেই প্রশ্নই।