হাওড়ায় অটোমেটিক ট্রেন ধোয়া

স্বয়ংক্রিয় ট্রেন ধোয়ার মেশিন। প্রতিদিন হাওড়ার মতো ব্যস্ত স্টেশন থেকে ছাড়ে অনেক লোকাল ট্রেন। লাখ লাখ যাত্রী যাতায়াত করেন এই ট্রেনে। রোজকার চলাচলে ট্রেনে যে ধুলো ময়লা লাগে তা পরিষ্কার হয় ইয়ার্ডের ওয়াশিং লাইনে। হাওড়া রেল ইয়ার্ডের ওয়াশিং লাইনে পুরব রেলওয়ে বসাল একটি স্বয়ংক্রিয় সিস্টেম।