সাংস্কৃতিক আদান-প্রদান ও সংস্কৃতিক উন্নতির গুরুত্বপূর্ণ মাধ্যম জাদুঘর। আন্তর্জাতিক জাদুঘর দিবসে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মিউজিয়ামে খুলে গেল একটি নতুন গ্যালারি। যোগাযোগের বিবর্তনের ইতিহাস, গ্যালারির দুটি ঘরে থরে থরে সাজানো। পোস্ট, টেলিগ্রাফি, টেলিফোনি ও রেডিওর আবিষ্কার এবং বিবর্তনের পথে উঠে আসা বিভিন্ন যন্ত্র ও তাদের কর্মপদ্ধতি ছাত্র-ছাত্রী ও আগ্রহীদের জন্য প্রদর্শিত হচ্ছে এখানে।