তারিখটা ছিল ২০১৮ সালের ২০শে এপ্রিল। প্রতিদিনের মতো সেদিন সকালেও বাড়ির সামনের ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়েছিল হাড়োয়ার একরত্তি পৌলমী। কিন্তু সেই গাছের নীচেই পড়েছিল একটি বোমা। সেই বোমাকে বল ভেবে হাতে তুলে নেয় সে। নতুন বল পেয়েছে সেই আনন্দে সেটা দাদুকে দেখানোর জন্য দৌড়ে যায় নিজের বাড়ির দিকে। তার দাদু দেখতে পায় নাতনির হাতে রয়েছে আস্ত তাজা বোমা।