লুঙ্গি পরে গাড়ি চালালে দিতে হবে জরিমানা!

গাড়ি চালানোর ক্ষেত্রে এসেছে একাধিক নিয়ম। বাণিজ্যিক গাড়ি চালালেও মানতে হবে সেই নিয়ম। মোটর ভেহিকেল আইন না মানলে দিতে হবে জরিমানা। ঠিকঠাক পোশাক না পরলেও দিতে হবে জরিমান। ১৭৯ ধারা অনুযায়ী, যথাযথ পোশাক না পরে গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা।