পর্দার খল নায়ক শক্তি কাপুর। তাঁকেও র্যাগড হতে হয়েছিল! আর সেই র্যাগিংয়ের অভিযোগ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশুনো করতে আসেন শক্তি কাপুর। রাকেশ রোশন ছিলেন তাঁর সহপাঠী। রাকেশের সঙ্গেই এফটিআইআইয়ের হস্টেলে আসেন শক্তি। তখন মিঠুন চক্রবর্তী বন্ধুদের সঙ্গে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা র্যাগিং করেন।