কয়েক বছরে অজয় দেবগন বেশ কিছু সম্পত্তি কিনেছেন। কিনেছেন অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাটও। বলিউডে প্রচুর ছবিতে অজয় দেবগন কাজ করছেন । একের পর এক তিনি হিট ছবি উপহার দিচ্ছেন। তাই বেশিভাগ পরিচালকরাই চাইছেন তাঁর সঙ্গে কাজ করতে। এবার অজয় দেবগন চাইছেন অফিস কিনতে।