কুয়াশার 'বাসা' দিল্লি

উত্তর ভারতের বহু জায়গায় শৈত্যপ্রবাহের লক্ষণ দেখা যাচ্ছে, খবর সূত্রের। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় যান চলাচলও কমে এসেছে। দিল্লি বিমানবন্দর থেকে ২০টি বিমান দেরিতে টেক অফ করেছে বলে খবর সূত্রের।