হেলমেট না পরে বাইকে উঠেছেন অমিতাভ বচ্চন, ভেঙেছেন ট্র্যাফিক আইন-- তাঁর গ্রেফতারির দাবিতে দিন কয়েক ধরেই সরব ছিল নেটপাড়া। এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন অমিতাভ বচ্চন। জানালেন আইন ভাঙেননি তিনি, বাইকে উঠেছিলেন ঠিকই, কিন্তু বাইক চড়ে কোথাও যাননি। একই সঙ্গে পুলিশের গাড়ির সামনে নিজের এক ছবি শেয়ার করে নিজেই লিখলেন, "গ্রেফতার"।