মেয়েকে কী বানাতে চান রালিয়া

বাবার রণবীর কাপুর, মা আলিয়া ভাট কন্যা নিশ্চিতভাবেই অভিনেত্রী হবেন। মা অবশ্য বলছেন কখনই নয় ওকে দেখেই মনে হয় ও বিজ্ঞানী হবে। কন্যা রাহা কাপুরকে নিয়ে এমনটাই জানালেন আলিয়া ভাট। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র প্রচারে এসে বলেন আলিয়া।