চিড়িয়াখানার ভালুকের কী কাহিল দশা। আকাশের দিকে মুখ তুলে সূর্যদেবকে যেন বলছে একটু গরম কম করো। ঠিক এরকমই দশা বাঘ সিংহ থেকে শুরু করে হরিণ অন্যান্য সব পশু পাখিরই। আচ্ছা গরম থেকে বাঁচতে মানুষ তো এসিতে থাকে ফ্রিজের জল খায় চিড়িয়াখানায় তাহলে পশু পাখিদের কি সে ব্যবস্থা করা যায় না?