কী খায় ডগ স্কোয়াডের বিশেষ কুকুরেরা?

বোমাতঙ্ক, খুন, ডাকাতির ঘটনাস্থলে ওরা ছুটে যায়। ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বেও থাকে। মাদক বা বিস্ফোরক খুঁজে বের করতে ওরা সিদ্ধহস্ত। ওরা কলকাতা পুলিশের প্রশিক্ষিত সারমেয় বাহিনী। বর্তমানে কলকাতা পুলিশের কেনেলে ৪২টি সারমেয় রয়েছে। আরও ৪০টি জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর ব্রিডের কুকুর অতি সম্প্রতি যোগদান করবে কলকাতা পুলিশে।