দুর্নীতির কমিশন হিসেবে বালুর পকেটে ৬০ লাখ, চোখ কপালে তদন্তকারীদের
খাদ্য দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের কমিশনের পরিমাণ দেখে চোখ কপালে তদন্তকারীদের। দুর্নীতির কমিশন হিসেবে বালুর পকেটে ৬০ লাখ, টাকা জমা পড়ে তাঁর মেয়ে ও স্ত্রীয়ের নামে ৩ সংস্থায়। এসব টাকা জমা পড়ে ২০১৮ থেকে ২০২০-র মধ্যে।