জনসংখ্যা কমছে তাই উদ্বিগ্ন ইতালির প্রশাসন। নতুন বসতি স্থাপন ও ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিচ্ছে ইতালি সরকার। ইতালির দক্ষিণ-পশ্চিমের ছোট্ট শহর ক্যালাব্রিয়া ও দক্ষিণে প্রেসিস। সমুদ্র তীরবর্তী দুটি শহর। এই দুই শহরে জনসংখ্যা কমে যাওয়ায় সরকার নতুন বসতি স্থাপনে উদ্যোগ নিয়েছে।