শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে পাখি

শীতের শুরুতেই ঝাকে ঝাকে উড়ে আসে সারল হাঁস, জল পিপি, ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায় পাখি। পাখি দেখতে জলাশয়ে ভিড় করে পাখিপ্রেমী মানুষজন, জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের।