দক্ষিণ মেরুতে ইসরোর উপগ্রহ অবজারভেশন সেন্টার এজিইওএস। ১০ বছরেরও বেশি ইসরো দক্ষিণ মেরুর ভারতী স্টেশন সক্রিয়। অগস্ট ২০১৩এ শুরু হয় এই স্টেশনটি। ভারতের ভারতীয় রিমোট সেন্সিং স্যাটেলাইটের তথ্য জোগাড় করে ভারতী। CARTOSAT-1, CARTOSAT-2 , SCATSAT-1 ও RESOURCESAT-2/2A র ডেটা সংগ্রহ করে এই স্টেশন।