অরোভিলে থাকতে কী যোগ্যতা লাগে?

দক্ষিণ ভারতের পণ্ডিচেরির ছোট্ট শহর অরোভিল। এই শহরে জাতি, বর্ণ, ধর্ম বা অর্থের কোনও ভেদ নেই। ১৯২৬ খ্রিস্টাব্দে পণ্ডিচেরিতে 'শ্রীঅরবিন্দ আশ্রম' প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ তে 'সিটি অফ ডন' অরোভিল প্রতিষ্ঠা করেন মিরা আলফাজোস বা শ্রীমা।