দুরন্ত ঘূর্ণির পাকে চক্রে পড়ে গিয়েছে গ্রীষ্মকালের আরামদায়ক কালবৈশাখী
ঘূর্ণিঝড়ের গ্রাসে কালবৈশাখী। দুরন্ত ঘূর্ণির পাকে চক্রে পড়ে গিয়েছে গ্রীষ্মকালের আরামদায়ক কালবৈশাখী। কালবৈশাখী যে বিশাল বজ্রগর্ভ মেঘ যাকে আবহাওয়ার পরিভাষায় বলা হয় কিউমুলোনিম্বাস , সেটাই গড়ে উঠতে পারছে না।