'জওয়ান'-এর জন্য চর্চায় দক্ষিণী সুপারস্টার নয়নতারা। দুই সন্তানের জননী নয়নতারা। স্বামী বিজ্ঞেশ শিবানের সঙ্গে সুখী ঘরকন্না নয়নতারার। কিন্তু অতীতে এই লেডি সুপারস্টারের জীবনেও সম্পর্কের কারণে ঝড় ওঠে। ঘর ভাঙার অপবাদে তাঁর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ হয়।