এশিয়ার ১.৬ কোটি মানুষ চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান মঙ্গোলিয়ার সিংহাসনে বসেন ১২০৬। রাজা হয়েই দিগ্বিজয়ে বেরন চেঙ্গিস। চিন, রাশিয়া, ইরাক, ইরান, তুরস্ক,আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান,কিরগিজিস্তান, কুয়েত ও দুই কোরিয়া চেঙ্গিজের পদানত হয়। বহু মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল মঙ্গোল সম্রাটের।