ঋষি কাপুর একটি আত্মজীবনী লেখেছিলেন। তাঁর আত্মজীবনীর নাম ছিল 'ঋষি কাপুর আনসেনসরড'। আত্মজীবনীতে তিনি মেনে নেন তাঁর বিবাহের আগে অন্য সম্পর্কের কথা। তিনি তা নিয়ে আফসোসও করেছেন। ঋষির প্রাক্তন প্রেমিকার নাম জসমিন।