কলকাতার কাছেই জলমগ্ন অবস্থা

একটানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি হওযায় গড়িয়া, সোনারপুর, মিশনপল্লী, সুভাষগ্রাম, রাজপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ও জলমগ্ন।